
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গত রোববার টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখার সময় সরকারের প্রতি তীব্র আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বিএনপি জানে কীভাবে নির্বাচন আদায় করতে হয়, সুতরাং সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে।
এসময় তিনি আরও বলেন, “এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় এবং দেশে নির্বাচনের বিকল্প নেই। অতীতে আওয়ামি লীগের নির্যাতন সহ্য করেছি, তবে আন্দোলন থেকে কখনো পিছপা হইনি।
তিনি বিশেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগস্ট মাসের আন্দোলনের সফলতার কথা উল্লেখ করেন এবং সরকারের প্রতি নির্বাচন আয়োজনের জন্য তাড়াতাড়ি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন, ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।