আওয়ার টাইমস নিউজ।
রিপোর্টার স্টাপ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এ বিষয়ে সরকারি সূত্র জানিয়েছে, ভাষণে দেশের সাম্প্রতিক অবস্থা, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হবে। পাশাপাশি, স্বাধীনতার চেতনা ও ঈদের তাৎপর্য সম্পর্কেও বক্তব্য রাখবেন তিনি।
এ ছাড়া, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের নীতি ও উদ্যোগ নিয়েও কথা বলবেন প্রধান উপদেষ্টা। বিদ্যুৎ, অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক বিষয়ে সরকারের অগ্রগতিও তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।