আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৬ মার্চ) ভোরে রাজধানীর অদূরে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন, যা তাঁর শ্রদ্ধা ও অনুভূতির নিদর্শন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে, ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবতা পালন করেন, যা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।
প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া, পর্যায়ক্রমে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যা স্বাধীনতা দিবসের মাহাত্ম্যকে আরও গভীরভাবে তুলে ধরে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এ দিনটি বাঙালি জাতির জন্য এক আবেগময় ও গৌরবের অধ্যায় হয়ে থাকে।