
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭০ জন। এতে ১৮ মার্চ শুরু হওয়া নতুন দফার আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২১ জনে, আহত হয়েছেন ২,০৫৪ জনের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬১,৭০০-এর বেশি ফিলিস্তিনি। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন, তাদের বেশিরভাগের মরদেহ উদ্ধার করাও সম্ভব হয়নি।
দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ইসরায়েল তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরু করে। হামাস বলছে, যুদ্ধবিরতি আলোচনায় অংশ না নিয়ে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ব্যাহত করছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস বাকি বন্দিদের মুক্ত না করলে গাজা উপত্যকা দখলে নেওয়া হবে। বুধবার (২৬ মার্চ) তিনি আরও একবার হামলা জোরদারের ঘোষণা দেন, যা আগ্রাসনের নতুন মাত্রা নির্দেশ করে।
গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও ইসরায়েলি হামলা বন্ধের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, বরং সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে।