আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গাজায় যখন প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে, শহরের অস্তিত্ব মুছে যাওয়ার উপক্রম, ঠিক তখনই বাংলাদেশে বসে চোখের পানি চেপে ধরে রাখছেন ঢাকা মেডিকেল কলেজে পড়ুয়া এক ফিলিস্তিনি শিক্ষার্থী — ইব্রাহিম কিসকো।
শুধু যুদ্ধের খবর নয়, তিনি জানেন না তাঁর পরিবারের সদস্যরা কোথায়, কী অবস্থায় আছে। এমন অবস্থায়, বিশ্ববাসীর প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন— “এখনই সময় ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।”
ইব্রাহিম জানান, ইসরায়েল এখন পরিকল্পিতভাবে ফিলিস্তিনের শিল্প প্রতিষ্ঠান ও খাদ্য গুদামে হামলা চালাচ্ছে। সকালে পরিচিতদের মাধ্যমে তিনি খবর পেয়েছেন, কিছু সাংবাদিককে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।
তিনি বলেন, যদি সুযোগ থাকে, তবে আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানানো। যারা ফিলিস্তিনের জন্য কথা বলছেন—বিশেষ করে বাংলাদেশিদের প্রতি আমার কৃতজ্ঞতা।”
নিজ দেশের ভয়াবহ পরিস্থিতির মাঝেও কিসকোর চোখে অটল প্রত্যয়। তাঁর কণ্ঠে স্পষ্ট বার্তা।
ইনশাআল্লাহ, একদিন আমরাই জালিমদের প্রতিহত করবো। আমরা লড়াই করে যাবো, কখনো কারো কাছে মাথা নত করবো না। এটাই বিশ্বের প্রতি আমাদের বার্তা।”