আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান ই/সরা/য়েলি হামলার বিরুদ্ধে এবং ‘ওয়ার স্টপ ফর গাজা’ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা জড়ো হন। নানা ব্যানারে তারা অংশ নেন প্রতিবাদ কর্মসূচিতে।
বিক্ষোভে শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে স্লোগান দেন।
"তুমি কে আমি কে, ফি/লিস্তিন ফিলিস্তিন",
"ই/স/রা/য়েল বয়কট করো।
"ইসলামের শত্রুরা সাবধান।
"নে/তানিয়াহু ও ট্রা/ম্পের মুখে জু/তা মারো তালে তালে",
"সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ" ইত্যাদি।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, গা/জায় শিশু, নারী, বৃদ্ধ—কাউকেই রেহাই দিচ্ছে না দখলদার ই/স/রায়েল। মানবতা আজ মাটিচাপা পড়েছে। বিশ্ববিবেক যেন নীরব দর্শক। তারা আহ্বান জানান, মুসলিম বিশ্বের সব দেশ যেন ঐক্যবদ্ধ হয়ে ফি/লি/স্তিনের পক্ষে রুখে দাঁড়ায়।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে টিএসসি এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভে বক্তারা মুসলিম নেতাদের ইস/রায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং সব ই/হুদিবাদী পণ্য বয়/কটের ডাক দেন।