আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়লে ৩ শিশুসহ ৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ৫ জন স্পেনের নাগরিক এবং একজন পাইলট ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারটি ম্যানহাটনের আকাশে প্রায় ১৫ মিনিট উড়ার পর জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি পানিতে আংশিক ডুবে রয়েছে এবং উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা দ্রুত তৎপরতা চালাচ্ছেন।
নিউইয়র্ক পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। চারজন ঘটনাস্থলেই এবং বাকি দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।