আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ সকাল ১১টা“নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই স্লোগানকে সামনে রেখে শুরু হয় বাংলা ১৪৩২ সালের বর্ষবরণ উপলক্ষে ‘আনন্দ শোভাযাত্রা’। সোমবার সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ঘুরে আসে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় এসে শেষ হয় সকাল ১০টা ২০ মিনিটে।
শোভাযাত্রায় অংশ নেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ। চারপাশে ছিল উৎসবের রঙিন আবহ, মুখে ছিল বর্ষবরণের উচ্ছ্বাস।
জাতির এই প্রাণের উৎসব উপলক্ষে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগরকে ২১টি সেক্টরে ভাগ করে মোতায়েন করা হয় পুলিশ, ডগ স্কোয়াড, সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি। প্রতিটি প্রবেশপথে বসানো হয় আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর।
সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের সক্রিয় ভূমিকা, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং আনন্দঘন পরিবেশে এবারের নববর্ষের শুরুটি ছিল অত্যন্ত সফল ও হৃদয়ছোঁয়া।