আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় রোববার ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে ছয়জন স্বেচ্ছাসেবী ছিলেন, যারা ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার সরবরাহ করছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় চিকিৎসা ব্যাহত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৫০,৯৫০ জন। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজারের বেশি। ধ্বংসস্তূপে আটকে আছেন আরও অনেকে।
আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান থাকলেও ইসরায়েলের এই হামলা থামছে না। মানবিক বিপর্যয়ের মুখে দিন কাটাচ্ছে গাজাবাসী।