আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশে যখন ফুটবল মাঠে রোমাঞ্চ ছড়াচ্ছে, তখন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা পরিবারের কথা বলে বিদেশে ছুটি কাটাচ্ছেন! প্রশ্ন জাগছে—এটা কি শুধুই ছুটি, নাকি ভয়ংকর সিন্ডিকেটের ছকে সাজানো এক চুপিসারে প্রস্থান?
২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের পরপরই দেশে ফিরলেও, ২৭ মার্চ স্পেনে উড়াল দেন কোচ ক্যাবরেরা। অথচ ৮ এপ্রিল থেকে ঘরোয়া লিগে ঝড় উঠেছে—আবাহনী বনাম বসুন্ধরা কিংস, মোহামেডান বনাম কিংসের মতো হাইভোল্টেজ ম্যাচ চলছে কোচবিহীনভাবে। মাঠে নেই, মনেও নেই—তবুও কে যেন অদৃশ্য সুতোয় টেনে রাখছে তাকে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক এমিলি বিস্ময় প্রকাশ করে বলেন, “গোল দরকার, জয়ের কৌশল দরকার, আর কোচ ছুটিতে! এমন দৃষ্টান্ত দায়িত্বজ্ঞানহীন ও হতাশাজনক।”
এত বিতর্ক, এত সমালোচনার পরও ফেডারেশন নিশ্চুপ। একাধিক জাতীয় দল কমিটির সদস্য বলছেন, ক্যাবরেরা যে সিন্ডিকেটের পুতুল, তা এখন আর গোপন নেই। সেই সিন্ডিকেটের ইশারাতেই স্কোয়াড নির্বাচন হয়, বেঞ্চের খেলোয়াড়রা একাদশে ঢুকে পড়ে, আর সিন্ডিকেটই কোচের চাকরি রক্ষা করে যাচ্ছে।
অবস্থা এমন দাঁড়িয়েছে—জাতীয় দল চলছে 'রিমোট কন্ট্রোলে', অথচ ফেডারেশন বলছে, “কোচ অনলাইনে খেলা দেখছেন, পরিকল্পনাও করছেন।” বাস্তবে তার ছুটির মেয়াদ কতদিন, সেটা নিয়েও কেউ নিশ্চিত নয়।
সাবেক খেলোয়াড়, বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ সমর্থক—সবাই বলছেন এক কথা: কোচের নয়, সিন্ডিকেটের নির্দেশেই চলছে জাতীয় দল।
এখন প্রশ্ন—ফেডারেশন কি জেগে উঠবে? নাকি সিন্ডিকেটের চাপে মুখ বুজে থেকে ক্যাবরেরার ছুটিকে বৈধতা দিতেই থাকবে?