আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে এই পদক্ষেপ ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং একটি হয়রানিমূলক প্রচারণা।
সোমবার (১৪ এপ্রিল) বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টিউলিপ বলেন, “বাংলাদেশি কর্তৃপক্ষের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। বরং তারা সরাসরি মিডিয়ার মাধ্যমে আমাকে অভিযুক্ত করার চেষ্টা করছে। আমার আইনজীবীরা বাংলাদেশি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাইনি।
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ নেই। এটি একধরনের রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কৌশল। আমি এই অপপ্রচারে কোনো সম্মানজনক প্রতিক্রিয়া দিতে রাজি নই।
এর আগে ১৩ এপ্রিল ঢাকার একটি আদালত পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে টিউলিপ একটি সরকারি প্লট পান, যেটিকে ‘অবৈধ’ বলে দাবি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বড় অঙ্কের অবকাঠামোগত ব্যয়ের অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্তের সূচনা হয় শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজের অভিযোগের ভিত্তিতে।