আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। মিশরের মাধ্যমে ইসরায়েল একটি নতুন প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
সোমবার (১৪ এপ্রিল) আল জাজিরার বরাতে জানা যায়, মিশর হামাসের কাছে যে প্রস্তাবটি পৌঁছে দেয়, সেখানে শর্ত ছিল হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। তবে হামাস এই শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা জানান, “মিশরের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে, তাতে হামাসের অস্ত্র জমা দেওয়ার বিষয়টি ছিল। আমরা এটা শুনে অবাক হয়েছি। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, অস্ত্র আমাদের প্রতিরোধের প্রতীক— এটি আলোচনার বিষয় নয়।
হামাসের পক্ষ থেকে আরও বলা হয়, যুদ্ধবিরতির পূর্বশর্ত হতে হবে— গাজায় আগ্রাসন বন্ধ, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং ফিলিস্তিনিদের স্বাধীনভাবে বসবাসের নিশ্চয়তা।
এদিকে, ইসরায়েল জানিয়ে দিয়েছে, হামাসকে পরাজিত করা ছাড়া তারা যুদ্ধ শেষ করবে না। তাদের শর্তেও রয়েছে— হামাসকে অবশ্যই অস্ত্র ছেড়ে দিতে হবে।
উল্লেখ্য, ১৫ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলছে। আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। মার্চের মাঝামাঝি থেকে আবারও শুরু হয় বিমান হামলা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৭৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৪ হাজার ১১৫ জন।