আওয়ার টাইমস নিউজ।
টাইমস ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের রাজপথে লাখো মানুষের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশনা জারি করল ইউনূস প্রশাসন। পাসপোর্টে আবারও ফিরল সেই পুরনো নিষেধাজ্ঞা: “এই পাসপোর্টটি ইজরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ”—এই বাক্যটি এখন থেকে সব বাংলাদেশি পাসপোর্টে পুনঃপ্রবর্তন করা হবে।
১৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ১০ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। সেখানে তাঁরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরায়েলি পণ্য বর্জন করুন’ এবং ‘ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করুন’ ইত্যাদি স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনলাইন প্রভাবশালীরা অংশগ্রহণ করেন।
এই জনমত ও আন্দোলনের প্রতিফলনেই সরকার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নীলিমা আফরোজ। তিনি বলেন, “৭ এপ্রিল এ নির্দেশ জারি করা হয়েছে, যা এখন কার্যকর হচ্ছে।” সরকারি বার্তা সংস্থা বাসস-এর সূত্রে জানা যায়, পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে শেখ হাসিনার আওতাধীন সরকার আন্তর্জাতিক মান বজায় রাখার অজুহাতে এই বাক্যটি বাংলাদেশি পাসপোর্ট থেকে সরিয়ে দিয়েছিল। তবে ইউনূস সরকারের অধীনে নতুনভাবে এটি ফিরিয়ে আনা হলো।
বাংলাদেশের ১৭ কোটি জনগণের বড় একটি অংশ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে আসছে। দেশটি এখনও পর্যন্ত ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি এবং সর্বদা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে এসেছে।