আওয়ার টাইমস নিউজ।
স্টাপ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
ডিবি জানায়, শাহে আলম মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। সেই মামলাগুলোর তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত আওয়ামী লীগের হঠাৎ এক ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন মুরাদ। ভিডিওটি ভাইরাল হলে তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই মিছিলের তদন্তও ডিবির নজরদারিতে রয়েছে।
আওয়ামী লীগ সূত্র জানায়, উক্ত মিছিলে মহানগরের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সরকারের পক্ষে স্লোগান দেন। তবে কর্মসূচির ঘোষণা ছাড়াই এমন একটি মিছিল এবং সেটির প্রচারনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী আলাদাভাবে বিষয়টি পর্যবেক্ষণে নেয়।