আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। আহত হয়েছেন আরও ১০২ জন। হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহ এবং কাতারভিত্তিক আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
হামলাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে। ইয়েমেনের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আল মাসিরাহ জানায়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং নারী-শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, এই হামলা হুথি যোদ্ধাদের জ্বালানি সরবরাহ বন্ধ করতেই চালানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (CENTCOM) এক বিবৃতিতে জানিয়েছে, “এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা।”
তবে মানবাধিকার সংগঠনগুলো ও স্থানীয় কর্মকর্তাদের দাবি, এই হামলার বেশিরভাগ শিকারই বেসামরিক নাগরিক। গত মার্চ থেকে শুরু হওয়া মার্কিন বিমান অভিযানে এ পর্যন্ত ১২৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৪৭ জন।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক অভিযান ইয়েমেনের সংকট আরও ঘনীভূত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে।
অন্যদিকে হুথি যোদ্ধারা জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে যাবে।