
আওয়ার টাইমস নিউজ।
টাইমস ডেস্ক: জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক সংস্কার ও স্বৈরাচার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে এক কর্মী সম্মেলনে তিনি বলেন, “পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়।”
তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য ছাড়া নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমাদের দলের আমির ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। নতুন বাংলাদেশ হবে জনগণের অধিকারভিত্তিক, যেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, ইনসাফপূর্ণ অর্থনীতি এবং কার্যকর বিচারব্যবস্থা থাকবে।”
তিনি আরও দাবি করেন, গত ১৬ বছরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং মতপ্রকাশের স্বাধীনতাও হরণ করা হয়েছে।
কর্মী সম্মেলনে লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মু. আব্দুর রব, শুরা সদস্য অ্যাডভোকেট শাহাজাহান, জেলা সেক্রেটারি ড. ছিদ্দিকী, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মুবীন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত ও বর্তমান জেলা সভাপতি মহিউদ্দিন রনি।