আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ৭ গোলের শ্বাসরুদ্ধকর ‘থ্রিলার’ জিতে লিগে নিজেদের অবস্থান শক্তিশালী করল কাতালান ক্লাব বার্সেলোনা। একইসঙ্গে ভিয়ারিয়ালের বিপক্ষে শীর্ষ পর্যায়ের লিগে গোলের সেঞ্চুরি করা প্রথম ক্লাব হিসেবেও নাম লিখিয়েছে লিওনের মেসির সাবেক এই ক্লাবটি।
বার্সা তাদের প্রিয় সহজ প্রতিপক্ষকে পেয়ে খুব সহজ জয়ের স্বপ্নই দেখেছিল,কারণ ভিয়ারিয়াল তাদের লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ যে এই বার্সেলোনার কাছেই হেরেছে! কালকের আগে লিগে বার্সেলোনার কাছে এই হলদে জার্সির ক্লাবটি ২৮টি ম্যাচ হেরেছিল। ফলে ম্যাচ হারার রেকর্ড যেন না বাড়ে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন ভিয়ারিয়াল তারকারা। ফলে জয়ের পাওয়া নিয়ে বার্সার মনে ভয়ও ধরে গিয়েছিল একসময়! কিন্তু শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর সাত গোলের ‘থ্রিলার’ জিতে লিগে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করে নিলো কাতালানরা।
দু’দলের গোল স্কোর দেখলে বোঝা যায় ম্যাচটি কতটা টানটান উত্তেজনাকর ছিল, একসময় মনে হচ্ছিল আজ হয়তো বার্সেলোনা হেরেই যাবে ভিয়ারিয়ালের কাছে কিন্তু শেষ তা হতে দেয়নি বার্সেলোনার ফুটবলারা। ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।