আওয়ার টাইমস নিউজ।
টাইমস ডেস্কঃ ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন।
তিনি বলেন, “পুলিশ কর্মকর্তাদের স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি তারা মিছিল বা সমাবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ পুলিশ সদস্যদের নিজ নিজ জেলার থানায় পোস্টিং দেওয়ার পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।”
থানা পরিদর্শনকালে তিনি বিভিন্ন কক্ষ ও ক্যান্টিন ঘুরে দেখেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও কঠোর শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন।
এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন আরও তিনটি থানা—উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানাও পর্যায়ক্রমে পরিদর্শন করার কথা রয়েছে।
#আন্তর্জাতিক_সংবাদ #টাইমসনিউজ #স্বরাষ্ট্রউপদেষ্টা #পুলিশব্যবস্থা #আওয়ামীলীগমিছিল #জাহাঙ্গীরআলমচৌধুরী #ঢাকানিউজ