আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীতে এক হৃদয়বিদারক ও বিভীষিকাময় ঘটনায় সালেহা বেগম নামের এক মা নিজ হাতে কুপিয়ে হত্যা করেছেন তার দুই শিশুসন্তান মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ (৪)-কে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গীর আরিচপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ এই দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বঁটিও জব্দ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, ঘটনার সময় ফ্ল্যাটে শুধু মা ও দুই শিশু ছিল। সিসিটিভি ফুটেজেও এ কথা প্রমাণিত হয়। সালেহা বেগম নিজেই পরে দুই দেবরকে ডেকে আনেন। পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং মধ্যরাতে তিনি হত্যার কথা স্বীকার করেন।
তবে এখনো জানা যায়নি, কী কারণে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটালেন মা নিজেই। স্বজনরা জানিয়েছেন, সালেহার মাইগ্রেনের সমস্যা ছিল এবং মাঝে মাঝে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করতেন। স্বামী আবদুল বাতেন বলেন, "স্ত্রী একা থাকতে চাইতো, সন্তানদের দুষ্টুমি সহ্য করত না, মাঝে মাঝে কান্নাকাটি করত।"
এই ঘটনা আবারও প্রমাণ করে, আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য উপেক্ষিত থেকে যাচ্ছে, যার পরিণতিতে ঘটছে অমানবিক হত্যাকাণ্ড।
ঘটনার তদন্ত চলছে, এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।