আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ শনিবার এক বক্তব্যে বলেন, “গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার।” যাত্রাবাড়ী থানার সামনে আয়োজিত শহীদি মার্চে সংহতি জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী প্রশাসন সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে, অথচ অনেক হত্যাকারী এখনও গ্রেপ্তার হয়নি।” তিনি আরও বলেন, “সরকারের ভিতরে থেকেও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। গণহত্যার বিচার না করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হচ্ছে।”
তিনি দাবি করেন, “অর্ন্তবর্তী সরকারের প্রথম কাজ হওয়া উচিত গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধকরণ। এটি না করে সংস্কারের কথা বলা জনগণের সঙ্গে প্রতারণা।” শাহবাগে জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচির কথাও উল্লেখ করে তিনি সবাইকে গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
জুলাই মঞ্চের প্রতিনিধি সাকিব হোসেন বলেন, “বর্তমান প্রশাসনের অনেক সদস্যই গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন, তবুও তারা এখনও বহাল রয়েছেন। মামলার কার্যক্রম অগ্রসর হচ্ছে না।”
আরেক প্রতিনিধি আরিফুল ইসলাম তালুকদার বলেন, “যতদিন পর্যন্ত গণহত্যার বিচার, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং প্রশাসনের হত্যাকারীদের বিচারের আওতায় আনা না হবে, ততদিন নির্বাচন দিলে তা শহীদদের প্রতি অবিচার হবে।”