আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছে লক্ষাধিক। গাজার বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই আরও ভয়াবহ হামলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও রয়টার্সের বরাতে জানা যায়, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, “যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে, তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।”
গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো টানা বিমান ও স্থল হামলায় আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত হামলায় গাজার জনপদ রূপ নিয়েছে মৃত্যুপুরীতে। মানবাধিকার সংস্থাগুলোর ভাষায়, এটি ইতিহাসের অন্যতম দীর্ঘ ও ধ্বংসাত্মক যুদ্ধ।
বার্তাসংস্থা এএফপির বরাতে জানা গেছে, এখন পর্যন্ত ইসরায়েল গাজার ১৮৫ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা দখলে নিয়েছে, যা গোটা উপত্যকার প্রায় ৫০ শতাংশ। এছাড়া ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরির নামে গাজার ভেতরে গড়ে তোলা হয়েছে তিনটি করিডর—ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম। এসব করিডরের মাধ্যমে গাজাকে একাধিক ভাগে বিভক্ত করে ফেলেছে ইসরায়েলি সেনারা।
বিশ্লেষকরা বলছেন, এই করিডরগুলো যুদ্ধের ভবিষ্যৎ রূপরেখায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই আগ্রাসনকে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন বিরোধী বলে উল্লেখ করছে।