আওয়ার টাইমস নিউজ
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতার চ্যারিটির প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা দেশের মাদ্রাসাগুলোতে প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারে সহযোগিতা করে। সম্প্রতি দোহায় অনুষ্ঠিত একটি সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস এই অনুরোধ জানান।
তিনি বলেন, কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা শেখার প্রতি মাদ্রাসার শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে এবং তাদের দ্রুত শেখার ক্ষমতাও রয়েছে। এজন্য তিনি কাতার চ্যারিটিকে মাদ্রাসাগুলোর পাঠ্যক্রমে প্রযুক্তি বিষয় যুক্ত করতে সহায়তার অনুরোধ জানান।
বৈঠকে কাতার চ্যারিটির ইতিমধ্যে পরিচালিত এতিম শিশুদের স্পনসরশিপ প্রোগ্রাম ও রোহিঙ্গাদের জন্য এলপিজি বিতরণ কার্যক্রমের প্রশংসা করেন ড. ইউনূস। একইসঙ্গে কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বিশেষভাবে মাদ্রাসা পড়ুয়া মেয়েদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাতার চ্যারিটিকে বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
এই আলোচনার মাধ্যমে প্রযুক্তি ও মানবিক সহায়তায় মাদ্রাসাগুলোর উন্নয়ন এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতির পথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।