আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত হামলার পর উপমহাদেশে যেন ফের শীতল যুদ্ধের হাওয়া। ২৬ পর্যটকের নির্মম মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত যেভাবে দ্রুত ও কড়া পদক্ষেপ নিয়েছে, তা এবার মোকাবিলা করতে দৃঢ় মনোভাব দেখাচ্ছে পাকিস্তান। দিল্লির সিদ্ধান্তের পর ইসলামাবাদও জানিয়ে দিল—এবার তাদেরও জবাব রয়েছে।
২৪ এপ্রিল বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আহ্বান জানান জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠকের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসেছে সেই বৈঠক। আলোচনার মূল বিষয়—ভারতের কড়া অবস্থানের বিপরীতে পাকিস্তানের সম্ভাব্য পদক্ষেপ কী হবে।
এর আগে ভারত শুধু নিন্দা নয়, সরাসরি পাকিস্তানকেই পেহেলগামের হামলার জন্য দায়ী করে। ফলাফল হিসেবে ভারত একাধিক চমকপ্রদ সিদ্ধান্ত নেয়—পাকিস্তানি নাগরিকদের ভিসা স্থগিত, আর সবচেয়ে আলোচিত পদক্ষেপ ছিল সিন্ধু নদীর পানি চুক্তি নিয়ে পুনর্বিবেচনা।
এ নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা যায় না। এটি শুধু দুই দেশের বিষয় নয়, আন্তর্জাতিক চুক্তি—বিশ্বব্যাংকসহ অনেক পক্ষ এর সঙ্গে যুক্ত।” তার ভাষায়, “ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা জবাব দেব—তা হবে কূটনৈতিকভাবে, আইনি পথেও।”
অন্যদিকে, মোদি সরকার একপ্রকার যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে সীমান্তে নজরদারি জোরদার করেছে। কাশ্মীর ইস্যুতে ফের উত্তেজনা তুঙ্গে। শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক ও কূটনৈতিক স্তরেও চাপ বাড়াচ্ছে ভারত।