আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়নের পথে কাতার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত—এমন আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসেম আল সানি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনূসের ধারাবাহিক নেতৃত্বের প্রতি তার আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
এ সময় তিনি বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করার জন্য একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দেওয়ার ঘোষণাও দেন।
ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ থাকবে। কাতারের সহযোগিতা আমাদের এই যাত্রাকে আরও গতিশীল করবে।”