
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (LoC) কাছে ভারতীয় সেনার এক নিরাপত্তা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তান সেনাবাহিনী। তবে ভারতও সময় নষ্ট না করে পাল্টা গুলি ছুড়ে জবাব দেয়। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে।
এই ঘটনায় ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পাকিস্তান সেনারা আচমকা গুলি ছোড়ে, আর ভারতীয় সেনারাও সমান তীব্রতায় প্রতিরোধ করে।
জম্মু-কাশ্মীরের পহেলগামে সম্প্রতি পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই হামলায় বহু নিরীহ মানুষ নিহত হন। হামলার পরই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ভারত একতরফাভাবে ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে এবং আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়।
এই সাম্প্রতিক গোলাগুলি এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমান্তের উভয় পাশে সেনা সতর্ক অবস্থানে রয়েছে।