
আওয়ার টাইমস নিউজ।
স্বাস্থ্য: শিশুর দুধের দাঁতের যত্নে অনেক অভিভাবকই অবহেলা করেন। ভাবেন—এগুলো তো পড়েই যাবে, নতুন দাঁত উঠবে। কিন্তু সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা বলছে, এই সামান্য অবহেলাই ভবিষ্যতে সন্তানের মস্তিষ্কের জন্য ভয়ংকর হতে পারে!
২০১৯ সালে গবেষকরা মুখের একটি ক্ষতিকর ব্যাকটেরিয়া Porphyromonas gingivalis-এর অস্তিত্ব খুঁজে পান আলঝেইমার রোগে আক্রান্ত মানুষের মস্তিষ্কে। এই ব্যাকটেরিয়া সাধারণত দাঁতের ক্যাভিটি বা মাড়ির রোগে সক্রিয় থাকে। গবেষকদের মতে, এটি দাঁতের সংক্রমণ থেকে রক্তনালির মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে, এবং সেখানে গিয়ে গড়ে তোলে নিজস্ব উপনিবেশ।
ইঁদুরের উপর করা এক পরীক্ষায় দেখা যায়, এই ব্যাকটেরিয়া মস্তিষ্কে পৌঁছে এক ধরনের প্রোটিন উৎপন্ন করে যা ধীরে ধীরে স্নায়ুকোষ ধ্বংস করে দেয়। আর এভাবেই স্মৃতিশক্তি লোপ পাওয়ার প্রক্রিয়া শুরু হয়।
মানবদেহে এই প্রক্রিয়া ঠিক একইভাবে কাজ করে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত গবেষণা চলছে। তবে বিজ্ঞানীরা বলছেন, এই সংযোগ যদি একদিন নিশ্চিতভাবে প্রমাণিত হয়, তবে এটি আলঝেইমারের চিকিৎসায় এক নতুন দিগন্তের সূচনা করতে পারে।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ—শিশুর দাঁতের যত্ন কোনোভাবেই অবহেলা করা যাবে না। শুধু মুখের সৌন্দর্য নয়, দাঁতের স্বাস্থ্য মস্তিষ্ককেও প্রভাবিত করতে পারে।
অভিভাবকদের উচিত শিশুদের শুরু থেকেই নিয়মিত দাঁত পরিষ্কার করা, চিনি ও ক্যান্ডি খাওয়ার পর ভালোভাবে মুখ ধোয়া এবং বছরে অন্তত একবার ডেন্টাল চেকআপ করানো।
একটি ছোট অবহেলা ভবিষ্যতের ভয়াবহতার জন্ম দিতে পারে—সচেতন থাকুন, সন্তানকে নিরাপদ রাখুন।