
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ২৬ পর্যটকের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন রাজনীতিবিদ ও গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। এক্স প্ল্যাটফর্মে তিনি হামলাটিকে “ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করে ভারতের প্রতি সমর্থন জানিয়েছেন।
তুলসী গ্যাবার্ড বলেছেন, হামলার দোষীদের বিচারে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তুলসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাশে থাকার বার্তা চেয়েছেন।
এদিকে, পাকিস্তান হামলার দায় স্বীকার না করলেও, দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। তাই ভারত ধারণা করছে যে , এ হামলার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদত রয়েছে।