আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণেই এ ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।