আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শব্দ দূষণে বিশ্বসেরা হওয়ার অস্বস্তিকর তকমা এবার জুটেছে ঢাকার কপালে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সাম্প্রতিক এক বিশ্লেষণে বিশ্বের ‘শব্দ দূষণের হটস্পট’ শহরগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, বাংলাদেশের রাজধানী ঢাকা শব্দ দূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে কোলাহলপূর্ণ শহর। এখানে শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে ১১৯ ডেসিবেল (ডিবি), যা স্বাভাবিক সহনশীলতার চেয়ে অনেক বেশি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘Seasia’-র প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের মোরাদাবাদ শহর, যেখানে শব্দের মাত্রা ১১৪ ডিবি।
শুধু ঢাকা নয়, বাংলাদেশের আরও শহরও তালিকায় জায়গা করে নিয়েছে। রাজশাহীতে শব্দ দূষণের মাত্রা রেকর্ড করা হয়েছে ১০৩ ডিবি, যা তাকে উল্লেখযোগ্য অবস্থানে রেখেছে। তালিকায় পাকিস্তানের ইসলামাবাদ (১০৫ ডিবি), ভিয়েতনামের হো চি মিন সিটি (১০৩ ডিবি), নাইজেরিয়ার ইবাদান (১০১ ডিবি), নেপালের কুপন্ডোল (১০০ ডিবি) এবং আলজেরিয়ার আলজিয়ার্স (১০০ ডিবি) শহরের নামও উঠে এসেছে। এমনকি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিও রয়েছে এই তালিকায়, যেখানে শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে ৯৫ ডিবি।
বিশেষজ্ঞরা বলছেন, শহরাঞ্চলে বাড়তে থাকা শব্দ দূষণ শুধু বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠই করছে না, বরং এটি মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। তারা মনে করছেন, শব্দ দূষণ রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
এই বিশ্লেষণ বিশ্বের নানান শহরে শব্দ দূষণকে একটি নতুন মাত্রায় ভাবতে বাধ্য করছে এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধির গুরুত্ব আরও একবার সামনে এনেছে।