আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
রবিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বদলি, পদোন্নতি ও টেন্ডার প্রক্রিয়ায় তদবিরের মাধ্যমে তাদের দুই সহকারী কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করেছেন।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন একাই প্রায় ৪০০ কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে, স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবী এবং ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে।
সংগঠনটির দাবি, অভিযুক্তদের পেছনে প্রভাবশালী উচ্চপদস্থদের আশ্রয়-প্রশ্রয় ছিল, যা তাদের দুর্নীতির কার্যক্রম সহজ করে দেয়। ফলে প্রশ্ন উঠেছে—দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি এই অপকর্ম থেকে মুক্ত থাকতে পারেন?
ঐক্য ফোরাম মনে করে, নৈতিকতার প্রশ্নে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ জরুরি। পাশাপাশি দুর্নীতিতে জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে দুর্নীতির অভিযোগে দুদক ইতিমধ্যে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সরকারিভাবে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।