
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গার্ড প্রদেশের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে এক মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে এক হামলাকারী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে। হামলার পর হত্যাকারী চিৎকার করে ইসলামের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে এবং নিজের মোবাইল ফোনে পুরো ঘটনা ভিডিও করে রাখে।
শনিবার (২৬ এপ্রিল) ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু এক বিবৃতিতে এ নৃশংস ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, ‘একজন মুসল্লিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে; এটি একটি ভয়ঙ্কর ইসলাম-বিদ্বেষী অপরাধ।’
পুলিশ জানায়, হামলাকারী এখনো পলাতক। তবে তাকে বসনিয়ার বংশোদ্ভূত অমুসলিম ফরাসি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
তদন্তকারীরা নিশ্চিত করেছেন, এটি একটি ইসলামফোবিক অপরাধ।
হামলার পর হত্যাকারী নিজেই ফোনে বলে, ‘আমাকে ধরা হবে, এটা আমি জানি।’ মসজিদের সিসিটিভিতেও পুরো ঘটনার কিছু ফুটেজ ধারণ হয়েছে, তবে অপরাধীর মোবাইল ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং পরে তা মুছে ফেলা হয়।
সরকারি প্রসিকিউটররা জানিয়েছেন, এ ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফরাসি কর্তৃপক্ষ বলছে, এমন ইসলাম-বিদ্বেষী হামলা কোনোভাবেই সহ্য করা হবে না।