আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী মে মাসের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
রোববার (২৭ এপ্রিল) আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শীর্ষক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। তাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া যদি দ্রুত এগোয়, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে, নতুবা আগামী বছরের জুন নাগাদ নির্বাচন সম্পন্ন হবে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, দলটি আগে সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। সেইসঙ্গে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গা সংকট নিয়েও মতামত দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবে না। এজন্য আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সহায়তায় একটি নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে এবং তারা আশা করছে, এই সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।