আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা তীব্র হয়েছে। সীমান্তে সেনাদের মধ্যে গোলাগুলি ও সামরিক উত্তেজনা চলছে, এমন এক পরিস্থিতিতে ভারত তার নৌবাহিনীকে শক্তিশালী করতে ফ্রান্সের কাছ থেকে ৭৪১ কোটি ডলার মূল্যের রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি সম্পন্ন করেছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত সরকারের নিরাপত্তা সংক্রান্ত কমিটি গত মাসে এই চুক্তির অনুমোদন দেয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতে সম্মতি জানান। চুক্তি অনুযায়ী, ২২টি একক আসনের যুদ্ধবিমান ও ৪টি প্রশিক্ষণ বিমান কেনা হবে, যা ২০৩১ সালের মধ্যে ভারত পৌঁছাবে।
এই নতুন রাফায়েল যুদ্ধবিমানগুলি ভারতের নৌবাহিনীর জন্য বিশেষভাবে কেনা হচ্ছে, যেগুলি মিগ-২৯ জেটের পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। আগের রাফায়েল যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর অংশ হিসেবে ব্যবহার হচ্ছে।
ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমানগুলো বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান হিসেবে পরিচিত। ঘণ্টায় ৩,৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই যুদ্ধবিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০,০০০ ফুট ওপরে উঠতে পারে এবং একাধিক ক্ষেপণাস্ত্র ও ভারী মেশিনগান দ্বারা সজ্জিত।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেকোনো সময় আরও বাড়তে পারে, বিশেষ করে জম্মু ও কাশ্মিরের সন্ত্রাসী হামলার পর। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে।