আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন দিনের ব্যবধানে অন্তত ৭১ সন্ত্রাসী নিহত হয়েছে। সর্বশেষ রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে সংঘটিত সংঘর্ষে প্রাণ হারায় আরও ১৭ জন।
পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নর্থ ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় অনুপ্রবেশের চেষ্টাকালে সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হয়। ২৫ ও ২৭ এপ্রিলের অভিযানে ৫৪ সন্ত্রাসী নিহত হওয়ার পর, রোববার রাতের অভিযানে আরও ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
সেনাবাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা 'বিদেশি নির্দেশে' পাকিস্তানে হামলার চেষ্টা চালাচ্ছিল। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক।
আইএসপিআর আরও জানিয়েছে, সাম্প্রতিক এই অনুপ্রবেশের প্রচেষ্টা এমন এক সময় হচ্ছে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলছে। পাকিস্তান বলছে, এসব সন্ত্রাসী "ভারতীয় প্রভুদের" ইন্ধনে পাকিস্তানে হামলা চালানোর চেষ্টা করছিল, যা সরাসরি রাষ্ট্রদ্রোহের শামিল।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই অনিরাপদ। অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য এটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। চলতি মাসের শুরুর দিকেও সীমান্ত পার হওয়ার সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে অন্তত ৮ সন্ত্রাসী নিহত হয়েছিল।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।