আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব অর্থনীতির টালমাটাল সময়ে ব্রিকস জোটের শীর্ষ কূটনীতিকরা রিও ডি জেনেইরোতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) শুরু হওয়া এই বৈঠকের প্রধান লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্য নীতির বিরুদ্ধে সম্মিলিত অবস্থান তৈরি করা।
সম্প্রতি ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। এই পটভূমিতে রিওর দুই দিনব্যাপী বৈঠকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। একইসঙ্গে এটি আসন্ন জুলাইয়ের ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতিরও অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্রাজিলের ব্রিকস প্রতিনিধি মাউরিসিও লিরিও জানিয়েছেন, সদস্য দেশগুলো একটি যৌথ ঘোষণাপত্র প্রণয়নের জন্য আলোচনা করছে, যার লক্ষ্য বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা।
২০০৯ সালে গঠিত ব্রিকস জোটটি সময়ের সাথে আরও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ইরান, মিসর ও সংযুক্ত আরব আমিরাতকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিস্তৃত জোট বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক এবং বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৯ শতাংশ নিয়ন্ত্রণ করে।
হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর ট্রাম্প বিভিন্ন দেশের আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বিশেষ করে চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয়, তাহলে তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হবে।