আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশে বর্তমানে এক ধরনের অদৃশ্য যুদ্ধাবস্থা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “আমরা এখন এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে অশুভ শক্তি আমাদের ঐক্য ও উন্নয়নের ধারা ভেঙে দিতে মরিয়া হয়ে উঠেছে। পুলিশকে হতে হবে সর্বোচ্চ সতর্ক, যাতে দেশকে কেউ অস্থিরতার দিকে ঠেলে দিতে না পারে।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে, যার ফলে অনেক সৎ ও পেশাদার অফিসারকে মূল্য দিতে হয়েছে। এখন সময় এসেছে জনগণের আস্থা পুনরুদ্ধারের। পুলিশকে হতে হবে জনগণের রক্ষক, কোনো দলের বাহিনী নয়।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়, সে দায়িত্ব পুলিশের। জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। নির্বাচনকালীন সময় অনেক কঠিন হতে পারে, তাই পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।”
নারী ও শিশু সুরক্ষা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন:
“নারী নির্যাতন রোধে পুলিশের ভূমিকা আরও মানবিক ও কার্যকর হতে হবে। নিরাপত্তার এই উন্নত পরিবেশ তৈরি হলে, দেশের সামগ্রিক অগ্রযাত্রাও আরও মজবুত হবে।”
ড. ইউনূস তার বক্তব্যে একটি স্বপ্নের ইঙ্গিতও দেন। বলেন, “আমরা একটি নতুন, ন্যায়ের ভিত্তিতে দাঁড়ানো বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এটি হবে এমন এক দেশ, যেখানে বৈষম্যের জায়গা থাকবে না। এবার আমরা যদি ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”