আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের সীমান্ত এলাকায় নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা দেখা দিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা। এদের আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR।
রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রেপ্যাট্রিয়েশন কমিশনের (RRRC) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, গত সপ্তাহে UNHCR-এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটি চিঠি আসে। ওই চিঠিতে মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে আশ্রয় দিতে অনুরোধ জানানো হয়।
তিনি জানান, নতুন রোহিঙ্গারা ইতোমধ্যে সীমান্ত অতিক্রম করে কক্সবাজারের আশপাশে অবস্থান নিয়েছে। কেউ কেউ স্কুল, মসজিদ এমনকি খোলা জায়গায় ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে বসবাস করছে। সূত্র জানায়, নতুন আসা রোহিঙ্গা পরিবারসংখ্যা প্রায় ২৯ হাজার ৬০০টি। গত সপ্তাহেই এসেছে ১ হাজার ৪৪৮টি পরিবার।
এ বিষয়ে এখনো সরকার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এভাবে বারবার রোহিঙ্গা ঢল নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাশাপাশি এতে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে আরসা বিদ্রোহীদের হামলার পর মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়। ওই সময় প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের কুতুপালং ও আশপাশের ক্যাম্পে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।
সাম্প্রতিক তথ্য বলছে, রাখাইনে নতুন করে বিদ্রোহী সংগঠন ‘আরাকান আর্মি’র সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। সীতওয়ে ছাড়া পুরো রাজ্য এই বিদ্রোহীদের দখলে চলে গেছে। ফলে সীমান্তবর্তী এলাকায় নতুন করে রোহিঙ্গাদের ঢল নামার শঙ্কা দেখা দিয়েছে।