আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নাটকের জনপ্রিয় কৌতুক অভিনেতা সিদ্দিককে রাস্তায় মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড় ও অশ্রুসিক্ত চোখে একদল যুবকের হাতে অপদস্থ হচ্ছেন এই অভিনেতা। মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় ঘটনাটি ঘটে, যেখানে হামলাকারীরা ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিল।
পুলিশ জানায়, তাকে কাকরাইল থেকে টেনে-হিঁচড়ে রমনা থানায় হস্তান্তর করা হয়। রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম সিদ্দিকের হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে তাকে আটক করা হয় এবং পরে গুলশান থানার মামলার সূত্রে তার হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখযোগ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হত্যার মামলায় সিদ্দিক আসামি হিসেবে চিহ্নিত। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়নি, তিনি মারধরের শিকার হয়েছেন কি না। উপকমিশনার জানান, “লোকজন হয়তো চড়-থাপ্পড় দিয়ে থাকতে পারে।”
সিদ্দিকের ওপর হামলাকারীদের পরিচয় নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। বিভিন্ন সূত্র বলছে তারা ছাত্রদলের কর্মী, যদিও পুলিশ এ বিষয়ে নিশ্চিত নয়।
অভিনেতা সিদ্দিক রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বারবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন, যদিও জনপ্রিয় কৌতুক অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের মিডিয়ায় তার দীর্ঘ সময়ের উপস্থিতি রয়েছে।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে, বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার আশঙ্কা নিয়ে। মানবাধিকারকর্মীরা দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।