আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "এই দেশের মানুষ এখন নির্বাচন চায় না।" তার এ মন্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন না চাওয়ার বক্তব্য ড. ইউনূসের ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু দেশের সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার গঠন করতে চায়। এই দেশের জনগণ দীর্ঘদিন ধরে সেই অধিকার আদায়ের জন্য লড়াই করছে।
মঙ্গলবার রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ক্ষমতার মোহে কেউ যদি জনগণের অধিকার হরণ করতে চায়, তবে দেশের মানুষ আবারও রাজপথে নামবে।”
বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচন আদায়ের প্রয়োজনে আন্দোলনের প্রস্তুতির কথাও জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।