আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর গণহত্যা অব্যাহত রয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরাইলের আক্রমণে শহীদ হয়েছেন আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। একে একে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পরিবার, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র।
প্যালেস্টাইন ক্রনিকলের বরাত দিয়ে জানা গেছে, গত অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫২,৩১৪ জনের বেশি মানুষ, যাদের অন্তত ৬০ শতাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা পেরিয়েছে ১ লাখ ১৭ হাজার।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ও ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার দিনভর ড্রোন ও বিমান হামলায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৫১ জন। হামলার অন্যতম কেন্দ্র ছিল খান ইউনিস শহর ও আশপাশের শরণার্থী শিবির।
গাজা সিটিতে নিহত হয়েছেন ১৯ জন, জাবালিয়া শরণার্থী শিবিরে ১০ জন, বেইত লাহা এলাকায় ৯ জনের প্রাণ গেছে ইসরাইলি বিমান বাহিনীর বোমাবর্ষণে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর একাধিক প্রতিবেদন অনুযায়ী, গাজা এখন “বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা”। ত্রাণ প্রবেশ বন্ধ, নিরাপদ আশ্রয়ের ঘাটতি এবং টানা বিমান হামলায় চরম মানবিক বিপর্যয় চলছে।