
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত শান্তিপূর্ণ শহর জারামানা এক রাতেই রূপ নেয় রণক্ষেত্রে। নবী মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে তৈরি একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ড্রুজ ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বেধে যায়। সরকারি সূত্র জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে, যার মধ্যে রয়েছেন দুই নিরাপত্তা কর্মী, ছয় ড্রুজ যোদ্ধা এবং তিনজন হামলাকারী।
ঘটনার পরপরই সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত বিবৃতি দিয়ে জানায়, “অডিওটি উস্কানিমূলক। নিরাপত্তা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।”
উল্লেখযোগ্যভাবে, বিতর্কিত অডিও ক্লিপটি ড্রুজ সম্প্রদায়ের নেতা মারওয়ান কিয়াওয়ানের কণ্ঠস্বর হিসেবে প্রচার হয়। তবে তিনি এক ভিডিও বার্তায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি সেই অডিওটি দেইনি। এটি সম্পূর্ণ জাল এবং সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার জন্য বানানো হয়েছে।”
স্থানীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষ ছড়িয়ে পড়ে মালি ও অন্যান্য সুন্নি সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে লোকজন জারামানায় প্রবেশ করে হামলা চালানোর পর।
নতুন নেতৃত্বাধীন সিরিয়ান প্রশাসন সম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে আসছে, তবে সম্প্রদায়গুলোর মধ্যে অবিশ্বাস ও নিরাপত্তাহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ড্রুজ যোদ্ধারা এখনো তাদের অস্ত্র হস্তান্তরে অনিচ্ছুক। তাদের দাবি—“নতুন প্রশাসন এখনো আমাদের সুরক্ষার নিশ্চয়তা দিতে পারেনি।”
পূর্বের গৃহযুদ্ধ, সম্প্রতি আলাওয়িত ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এবং অন্যান্য বিদ্বেষমূলক ঘটনা—সব মিলিয়ে সিরিয়া এখনো রক্তাক্ত অতীতের ছায়া থেকে বের হতে পারছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা অডিওর উৎস খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেব। একই সঙ্গে, আমরা সকল পক্ষকে সংযত থাকার ও শান্তি রক্ষার আহ্বান জানাচ্ছি।”