
আওয়ার টাইমস নিউজ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে আসন্ন ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলার আশঙ্কা রয়েছে বলে তাদের হাতে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে। তিনি বলেন, পাহেলগামের সাম্প্রতিক ঘটনায় ভারত যেভাবে পাকিস্তানকে দোষারোপ করছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এক বিবৃতিতে আতাউল্লাহ বলেন, পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই সংকটকে সবচেয়ে ভালোভাবে বুঝে। তিনি জানান, ইসলামাবাদ একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত কমিশনের মাধ্যমে ঘটনার স্বচ্ছ অনুসন্ধানের প্রস্তাব দিয়েছে।
কিন্তু ভারতের পক্ষ থেকে এ প্রস্তাব উপেক্ষা করে উত্তেজনা ও সংঘাতের পথে পা বাড়ানো হচ্ছে, যা গোটা অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে তিনি সতর্ক করেন।
পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ভারতের যেকোনো আক্রমণের পাল্টা জবাব কঠোরভাবে দেওয়া হবে। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান।