আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় ঘোড়াচালক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত রাখতে চাইছে এবং তারা একে অন্যকে উত্তেজনা আরও বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করছে।
ভারত পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করলেও কোনও প্রমাণ দেখাতে পারেনি। অপরদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে।
যুক্তরাষ্ট্র জানায়, তারা পুরো পরিস্থিতি খুব কাছে থেকে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে সরাসরি কথা বলছে।