আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের শিবচরে এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছেন রিজিয়া বেগম (৪৫) নামের এক মা। মানসিক চাপে ভেঙে পড়ে তিনি তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আড়িয়াল খাঁ সেতুর ওপর এ ঘটনা ঘটে। পানিতে ফেলে দেওয়া ছেলেটির নাম নাসির উদ্দিন। তিনি শিবচরের সিকদারহাট কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দুপুর থেকেই তার প্রতিবন্ধী ছেলে ও ছয় বছরের এক মেয়েকে নিয়ে সেতুর রেলিংয়ে বসে ছিলেন। অনেকেই সাহায্য করতে চাইলে তিনি বিরক্তি প্রকাশ করতেন। সন্ধ্যার দিকে যখন সেতুতে মানুষের চলাচল কমে আসে, তখন হঠাৎ করেই তিনি ছেলেটিকে রেলিং থেকে নিচে নদে ফেলে দেন। বিষয়টি দেখে ফেলে সেতুর অন্যপাশে থাকা কয়েকজন স্থানীয় লোক। তারা এগিয়ে এলে রিজিয়া বেগম নিজের কাজ স্বীকার করেন।
খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে রিজিয়া বেগমকে ও তার সঙ্গে থাকা ছোট মেয়েটিকে হেফাজতে নেয়।
তবে রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও নদ থেকে ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। রিজিয়া বেগমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”