আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ফের উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত ২৯ ও ৩০ এপ্রিল গভীর রাতে ওই সীমান্তে চলে টানা গোলাগুলি। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতীয় সেনাদের উসকানিমূলক হামলার জবাবে তারা পাল্টা আঘাত হানে এবং এতে ভারতীয় বাহিনীর একটি চেকপোস্ট ও একাধিক বাঙ্কার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর বরাতে জানা যায়, কাশ্মীরের চকপুত্র, কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনারা প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। এরপর পাকিস্তান সেনারা 'উপযুক্ত ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া' দেখায়।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার মাধ্যমে তাদের অপারেশনাল সক্ষমতা প্রমাণিত হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনারা সর্বদা প্রস্তুত রয়েছে। সেনাসূত্র আরও দাবি করেছে, ভারত বর্তমানে সীমান্তবর্তী ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।