আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া একটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার রাতে মাল্টার আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে 'ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন'।
সংস্থাটি জানায়, হামলার সময় জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় চলমান ছিল এবং এতে খাবার, ওষুধসহ জরুরি ত্রাণসামগ্রী ছিল। হামলায় দুটি ড্রোন জাহাজটির সামনের অংশে আঘাত করলে আগুন ধরে যায় এবং একটি বড় গর্ত সৃষ্টি হয়।
জাহাজে থাকা ১২ জন ক্রু ও ৪ জন বেসামরিক যাত্রী সবাই নিরাপদ রয়েছেন। মাল্টার নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের মাল্টার বন্দরে সরিয়ে নেয়।
ফ্রিডম ফ্লোটিলা জানায়, তাদের জাহাজটি ছিল সম্পূর্ণ বেসামরিক ও নিরস্ত্র। এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তারা মাল্টার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে— ইসরাইলের কাছে এ বিষয়ে জবাবদিহি চাইতে।
এ ঘটনায় এখনও ইসরাইল সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইসরাইল ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে এবং এর আগে ২ মার্চ থেকে সব ধরনের ত্রাণবাহী যানবাহনের প্রবেশ বন্ধ করে দেয়।