আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে ছুটির সময়সূচি ঘোষণা করেছে কুয়েত সরকার। জিলকদ মাসের চাঁদ দেখার পর মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদ ও ধর্মীয় কর্তৃপক্ষের পরামর্শে দেশটির মন্ত্রিসভা জানায়, আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ৯ জুন (সোমবার) পর্যন্ত কুয়েতজুড়ে থাকবে ঈদের সরকারি ছুটি। ফলে ১০ জুন (মঙ্গলবার) থেকে অফিস-আদালত খুলবে।
সরকারি ঘোষণায় বলা হয়, ৫ জুন নির্ধারিত হয়েছে আরাফার দিন হিসেবে। পরদিন ৬ জুন ঈদুল আজহা শুরু হবে। এরপরে ৯ জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অতিরিক্ত ‘রেস্ট ডে’। ফলে টানা পাঁচ দিন ছুটির আনন্দে মাতবেন কুয়েতের সরকারি কর্মীরা।
মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হিসেবে, ২৭ মে চাঁদ দেখা গেলে ২৮ মে শুরু হবে জিলহজ মাস। সেই অনুযায়ী ৫ জুন পড়বে আরাফার দিন এবং ৬ জুন ঈদুল আজহার দিন হিসেবে উদযাপিত হবে।
প্রসঙ্গত, ঈদুল আজহা হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখে পালিত হয়। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ ও আনুগত্যের স্মৃতিতে উদযাপিত হয় এই উৎসবটি। মুসলিম উম্মাহর কাছে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয় বিশ্বব্যাপী।