আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাংবাদিক ও অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং বিষয়ে নির্দেশনা দিয়েছে।
সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় বেগম জিয়া বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবনে পৌঁছাবেন। তাকে অভ্যর্থনা জানাতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির কারণে গুলশান-বনানী এলাকায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাফিক স্বাভাবিক রাখতে নিচের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে:
পার্কিং সংক্রান্ত নির্দেশনা:
১. সাংবাদিকদের জন্য: এয়ারপোর্টে আগত সাংবাদিকদের যানবাহন বহুতল কার পার্কিংয়ে রাখার অনুরোধ।
২. অভ্যর্থনাকারীদের জন্য: ৩০০ ফিট রাস্তার পাশে স্বদেশ প্রোপার্টিজের খালি জায়গায় গাড়ি পার্কিং করতে বলা হয়েছে।
৩. গুলশানে সাংবাদিকদের জন্য: গুলশান সোসাইটি পার্কের আশপাশের সড়কে এক লেনে গাড়ি রাখার অনুরোধ।
৪. গুলশানে অভ্যর্থনাকারীদের জন্য: বিচারপতি শাহাবুদ্দিন পার্কের পাশে এক লেনে গাড়ি পার্কিং করার অনুরোধ।
৫. অন্যান্য নির্দেশনা: মহাসড়কসহ নির্ধারিত স্থান ছাড়া কোথাও গাড়ি পার্ক না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
৬. রুটে গাড়ি পার্কিং নিষেধ: গমনাগমন পথে কোনো যানবাহন রাখা যাবে না।
ডিএমপি কর্তৃপক্ষ সবার প্রতি আহ্বান জানিয়েছে, নিয়ম মেনে চললে নিরাপত্তা নিশ্চিত হবে এবং যানজট থেকে মুক্ত থাকা যাবে।