আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজা আবারও রক্তে রঞ্জিত। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৫৪ ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১১৯ জন। চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৬০০ জনে।
আল জাজিরা ও আনাদোলু এজেন্সির তথ্যমতে, সোমবার ইসরায়েলের হামলায় গাজা শহরের একাধিক আবাসিক ভবন ও শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়। ধ্বংসস্তূপে এখনো বহু মানুষ চাপা পড়ে রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় আহতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। গাজার হাসপাতালগুলোতে অক্সিজেন ও ওষুধের মারাত্মক সংকট তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে যেতে পারে প্রায় সব হাসপাতাল।
জাতিসংঘ জানিয়েছে, গাজার ৮৫ শতাংশ মানুষ ইতোমধ্যেই ঘরছাড়া। বিদ্যুৎ, পানি, খাদ্য ও চিকিৎসার অভাবে চরম মানবিক বিপর্যয়ে পড়েছে এই উপত্যকা। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলাও চলছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে যুদ্ধবিরতিতে সম্মত হলেও, মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর ধ্বংসের চিত্র।