
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির অবনতি রুখতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক আহ্বান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার বিবিসির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল কমান্ড অথরিটি পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসাথে দেশের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বও এই কমিটির উপর ন্যস্ত। এনসিএ-এর সভাপতি হিসেবে বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নিজেই।
এ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রী। এছাড়া অংশ নেবেন জয়েন্ট চিফ অব স্টাফ, তিন বাহিনীর প্রধান এবং স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশনের (এসপিডি) মহাপরিচালক, যিনি সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে আছেন।
উল্লেখ্য, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় পাকিস্তান।
এই প্রেক্ষাপটে এনসিএ-এর জরুরি বৈঠক দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।